Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ মে ২০২৫

পরিচালনা পর্ষদ

কর্পোরেশনের পরিচালনা পর্ষদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত। একজন চেয়ারম্যান ও একজন ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদ ৭ (সাত) সদস্যের সমন্বয়ে গঠিত। ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেশনের নির্বাহী এবং পদাধিকার বলে পরিচালনা পর্ষদের একজন সদস্য। কর্পোরেশনের সার্বিক নীতিমালা প্রণয়ন এবং পরিচালনা কার্যক্রমের বিভিন্ন দিক নির্দেশনা পরিচালনা পর্ষদ দিয়ে থাকে।
সরকারী নির্দেশনার আলোকে কর্পোরেশনের কার্যক্রম বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও প্রশাসন পরিচালনার দায়িত্ব ও এখতিয়ার পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত। এছাড়াও কর্পোরেশনের স্বার্থে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করে পরিচালনা পর্ষদ। এ ক্ষেত্রে সরকারের প্রদত্ত সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য করা হয়। পরিচালনা পর্ষদের কার্য সম্পাদনের নিমিত্তে কর্পোরেশনের প্রধান কার্যালয়ে বা কর্পোরেশনের অন্য যে কোন কার্যালয়ে চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক  কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে সকল কার্যক্রম পরিচালনা করেন এবং মহাব্যবস্থাপকগণ ব্যবস্থাপনা পরিচালককে সহায়তা করেন।

 

কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকগণের পরিচিতি ও টেলিফোন নম্বর

 

ছবি

নাম ও পদবী

বর্তমান কর্মস্থল ও পদবী

টেলিফোন

জনাব এ. এস. এম. আব্দুল হালিম

চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ

সাবেক মন্ত্রিপরিষদ সচিব 

অফিস: ০২-৪১০৫৩৭৯৭

Email: asmabdulhalim2022@gmail.com

জনাব মোঃ আব্দুল মান্নান

ব্যবস্থাপনা পরিচালক

পরিচালক,পরিচালনা পর্ষদ

ব্যবস্থাপনা পরিচালক
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন
সদর দফতর, ঢাকা।

অফিস:  ২২৩৩৮২৭৬৭

     Email: md@bhbfc.gov.bd      

জনাব ফারুক আহম্মেদ

পরিচালক, পরিচালনা পর্ষদ 

অতিরিক্ত সচিব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

বাংলাদশে সচিবালয়, ঢাকা।

  অফিস : ০২-৫৫১০০৪৩৪

  Email: farooq123ahmed@gmail.com

জনাব মোহাম্মদ রাশেদুল আমীন

পরিচালক, পরিচালনা পর্ষদ

যুগ্ম সচিব

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

অফিস : ০২-২২৩৩৫৬০২৪

  Email: rashedmin20@gmail.com          

জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম

পরিচালক, পরিচালনা পর্ষদ

যুগ্মসচিব

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ

অর্থ মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

অফিস : ০২-৫৫১০১১৫৮

   Email: saidul5277@gmail.com    

জনাব মো: শামছুদ্দোহা

পরিচালক, পরিচালনা পর্ষদ

অতিরিক্ত প্রধান প্রকৌশলী

 গণপূর্ত অধিদপ্তর

 সেগুনবাগিচা, ঢাকা।

 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

অফিস : ০২-২২৩৩৮২৮৩১

Email: pwd.doha67@gmail.com                           ace_est@pwd.gov.bd

 
 

জনাব আবু বকর সিদ্দিক খান

উপ-মহাব্যবস্থাপক

পর্ষদ সচিবালয়, বিএইচবিএফসি। 

অফিসঃ ০২-৪১০৫২৯৫৭

মোবাঃ ০১৫৫২-৩৪৮৯৬৫

E-mail: board.bhbfc@gmail.com
dgm.board@bhbfc.gov.bd