কর্পোরেশনের পরিচালনা পর্ষদ সরকার কর্তৃক মনোনীত। একজন চেয়ারম্যান ও একজন ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদ ৬ (ছয়) সদস্যের সমন্বয়ে গঠিত। ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেশনের নির্বাহী এবং পদাধিকার বলে পরিচালনা পর্ষদের একজন সদস্য। কর্পোরেশনের সার্বিক নীতিমালা প্রণয়ন এবং পরিচালনা কার্যক্রমের বিভিন্ন দিক নির্দেশনা পরিচালনা পর্ষদ দিয়ে থাকে। সরকারী নির্দেশনার আলোকে কর্পোরেশনের কার্যক্রম বানিজ্যিক ভিত্তিতে পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও প্রশাসন পরিচালনার দায়িত্ব ও এখতিয়ার পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত । এছাড়াও কর্পোরেশনের স্বার্থে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করে পরিচালনা পর্ষদ । এ ক্ষেত্রে সরকারের প্রদত্ত সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য করা হয়। পরিচালনা পর্ষদের কার্য সম্পাদনের নিমিত্তে কর্পোরেশনের প্রধান কার্যালয়ে বা কর্পোরেশনের অন্য যে কোন কার্যালয়ে চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে সকল কার্যক্রম পরিচালনা করেন এবং মহাব্যবস্থাপকগণ ব্যবস্থাপনা পরিচালককে সহায়তা করেন।
কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকগণের পরিচিতি ও টেলিফোন নম্বর
ছবি |
নাম ও পদবী |
বর্তমান ঠিকানা ও কর্মস্থল |
টেলিফোন |
![]() |
অধ্যাপক ড. মোঃ সেলিম উদ্দিন (Prof. Dr. Md. Selim Uddin FCA,FCMA,CIFRS UK) চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ |
চেয়ারম্যান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন সদর দফতর, ২২, পুরানা পল্টন, ঢাকা। |
অফিস: ৯৫৮২১৮৫ বাসা:৩১৬৫৬২১৯ Email:salimtahia@yahoo.com |
![]() |
জনাব নীলুফার আহমেদ (Neelufar Ahmed) পরিচালক, পরিচালনা পর্ষদ |
মহাপরিচালক-২ (অতিরিক্ত সচিব) প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা। |
অফিস: ৫৫০২৯৪০৬ বাসা: Email: |
![]() |
জনাব মো: মনিরুজ্জামান (Md. Moniruzzaman) পরিচালক, পরিচালনা পর্ষদ |
অতিরিক্ত সচিব গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। |
অফিস: ৯৫৪০৫২৪ বাসা: ৫৮৩১৪৫৬০ Email:monirpad22@gmail.com |
![]() |
ড. মো: হুমায়ুন কবীর চৌধুরী (Dr. Md. Humayun Kabir Chowdhury) পরিচালক, পরিচালনা পর্ষদ |
প্রফেসর ও চেয়ারম্যান মার্কেটিং বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। |
অফিস: ৯৫১৫০৩৬ বাসা: ৮৯৫৮৫০৫ Email:mhkchowdhury@yahoo.com |
![]() |
জনাব তপন কুমার ঘোষ (Tapon Kumar Ghosh) পরিচালক, পরিচালনা পর্ষদ |
সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক জনতা ব্যাংক লিমিটেড ঢাকা। |
বাসাঃ ৮৩৩২৮৬৯ মোবাইলঃ০১৭১১-৫৯৪৭৮৪ Email:tapon1952@gmail.com |
![]() |
দেবাশীষ চক্রবর্ত্তী (Debasish Chakrabarty) ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক, পরিচালনা পর্ষদ |
ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন সদর দফতর, ২২, পুরানা পল্টন, ঢাকা। |
অফিস: ৯৫৬২৭৬৭,৯৫৬১৩১৫ বাসা:৮৭১২৬০০ Email:md@bhbfc.gov.bd |